কাশ্মিরে হামলার পর কড়া বার্তা দিলেন মোদি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:০৮ অপরাহ্ণ
কাশ্মিরে হামলার পর কড়া বার্তা দিলেন মোদি

জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক করেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) নয়াদিল্লির বাসভবনে এই বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির তিন বাহিনীর প্রধান, চিফ অব ডিফেন্স অনীল চৌহান, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বৈঠকে প্রধানমন্ত্রী মোদি জানান, ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে এবং কখন, কোথায়, কিভাবে জবাব দিতে হবে— সে বিষয়ে সেনাবাহিনীর হাতে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

টাইমস নাউ নিউজের বরাতে জানা যায়, মোদি বৈঠকে বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের জাতীয় সংকল্প অটুট রয়েছে। NDTV-র এক সূত্র জানিয়েছে, এই বক্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যত সশস্ত্র বাহিনীকে জবাবি হামলার ‘সবুজ সংকেত’ দিয়েছেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও প্রধানমন্ত্রীর বাসভবনে যান, যা এই পরিস্থিতির গুরুত্বকে আরও স্পষ্ট করে।

কাশ্মিরের এই সাম্প্রতিক হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে, যদিও ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মিরের পুলওয়ামায় ভয়াবহ হামলায় ৪০ জন ভারতীয় সেনা নিহত হয়। ওই ঘটনার পর নয়াদিল্লি পাকিস্তানের বালাকোটে বিমান হামলা চালায় বলে দাবি করে। তারা জানায়, বালাকোটে জইশ-ই-মোহাম্মদ নামের একটি সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটি ছিল, যারা পাকিস্তানের সেনাবাহিনীর সহায়তায় ভারতে হামলা চালাচ্ছিল।

এই প্রেক্ষাপটে, মোদির নেতৃত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক ভারতের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে আরও কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দিচ্ছে।