কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মোদি

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ফের উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন মোদি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা ব্যবস্থা ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে মোদি সরকার। এই প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস) এর সঙ্গে বৈঠকে বসেন এবং পাকিস্তানের বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। নিরাপত্তা পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি ও করণীয় নির্ধারণে তিনি আবারও ওই কমিটির সঙ্গে বৈঠকে বসছেন বলে জানায় এনডিটিভি।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সিসিএস কমিটিতে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যোগাযোগমন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামণসহ সরকারের শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা।

এই বৈঠকের পর প্রধানমন্ত্রী মোদি রাজনীতি বিষয়ক কমিটির (সিসিপিএ) সঙ্গে এবং পরে অর্থনীতি বিষয়ক কমিটির সঙ্গেও আলোচনা করবেন।

এর আগে ২৪ এপ্রিল অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির বৈঠকে সীমান্ত বন্ধ, সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি বাতিলসহ পাঁচটি কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল। ২২ এপ্রিল পহেলগামে চালানো হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক ছিলেন। ২০০০ সালের পর এটিই ছিল ওই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা। এই ঘটনার পর ভারত-পাকিস্তান উত্তেজনা ফের চরমে উঠেছে। পাল্টাপাল্টি বক্তব্য ও প্রস্তুতির কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।