কাশ্মীর হামলার জেরে ভারত-পাকিস্তান উত্তেজনায় জাতীয় ঐক্যের ডাক, ইমরান খানের মুক্তির দাবি পিটিআই’র

কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম অবনতির দিকে যাচ্ছে। দুই দেশের মধ্যে যেকোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐক্যের ডাক দিয়েছে পাকিস্তানের প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবি করেছে এবং তাকে নিয়ে একটি সর্বদলীয় সম্মেলনের আয়োজনের আহ্বান জানিয়েছে।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন জানায়, সোমবার (২৮ এপ্রিল) পাকিস্তানের সিনেটে পিটিআই পার্লামেন্টারি নেতা সিনেটর আলী জাফর বলেন, “রাজনৈতিক মতপার্থক্য একপাশে রেখে দেশের স্বার্থে এখন ঐক্য জরুরি।” তিনি জানান, ইমরান খানের উপস্থিতি নিশ্চিত করে একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করলে তা বিশ্বকে একটি শক্ত বার্তা দেবে যে পাকিস্তান ঐক্যবদ্ধ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোভাবকে ‘নাৎসি মানসিকতা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ভারত মিথ্যা অভিযোগে পাকিস্তানকে দোষারোপ করছে, অথচ পাকিস্তান নিজেই দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার।”
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে চালানো হামলায় ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ হামলা। ভারত এই ঘটনায় পরোক্ষভাবে পাকিস্তানকে দায়ী করে বুধবার ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। একইসঙ্গে সীমান্ত বন্ধ, বাণিজ্য স্থগিতসহ একাধিক পদক্ষেপ নেয় ভারত সরকার। এর জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে এবং ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা নেয়।
এই উত্তেজনাকর পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক ঐক্য এবং নেতৃত্বে ইমরান খানের ভূমিকার প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরছে পিটিআই।
আপনার মতামত লিখুন