ছাত্র আন্দোলন চলাকালে মাহফুজ হত্যায় অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:১৭ অপরাহ্ণ
ছাত্র আন্দোলন চলাকালে মাহফুজ হত্যায় অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাহফুজ আলম শ্রাবণ হত্যাকাণ্ডের ঘটনায় অভিনেতা ইরেশ যাকেরসহ মোট ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ইরেশ যাকেরের নাম রয়েছে ১৫৭ নম্বর আসামি হিসেবে। এই ঘটনায় মামলা দায়েরের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা ও সমালোচনা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, আদালত অভিযোগ গ্রহণের পর মামলাটি রুজু করেছে পুলিশ। পোস্টে আরও উল্লেখ করা হয়, আদালতের নির্দেশ অনুযায়ী মিরপুর মডেল থানা মামলাটি নথিভুক্ত করে।

এর আগে, ২০ এপ্রিল নিহত মাহফুজের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। ওই দিনই আদালত তার জবানবন্দি গ্রহণ করে এবং অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নেওয়ার নির্দেশ দেন মিরপুর থানার ওসিকে।

এই মামলায় ইরেশ যাকেরের নাম আসামিদের তালিকায় উঠে আসায় দেশের সংস্কৃতি অঙ্গনে এবং সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে বিস্ময় ও মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি এখন তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।