জঙ্গি হামলার পর পাকিস্তানি শিল্পীর সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে কারিনা কাপুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
জঙ্গি হামলার পর পাকিস্তানি শিল্পীর সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে কারিনা কাপুর

কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া হয়েছে কঠোর অবস্থান। সাময়িকভাবে স্থগিত করা হয়েছে দুই দেশের মধ্যে থাকা সিন্ধু জলচুক্তি, ঘোষিত হয়েছে পাকিস্তানি শিল্পীদের বয়কটের সিদ্ধান্ত এবং পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের পোশাকশিল্পী ফারাজ মান্নানের সঙ্গে ছবি তুলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান।

জঙ্গি হামলার ঘটনার পর সারা ভারতজুড়ে চলছে শোক ও ক্ষোভের আবহ। এমন সময় কারিনার একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে দেখা যাচ্ছে দুবাইতে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে। ফারাজ নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবি পোস্ট করেন এবং লেখেন—‘উইদ দ্য ওজি’। এরপর থেকেই নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়ে। কেউ বলছেন, ‘যখন ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, তখন এই ছবি সত্যিই লজ্জাজনক।’ কেউ আবার মন্তব্য করেছেন, ‘দেশকে রক্ষার দায়িত্ব শুধু সেনাদের নয়, বলিউড সেলেবদেরও দেশ সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা উচিত।’ এমনকি কারিনাকে ‘গাদ্দার’ বা ‘বিশ্বাসঘাতক’ বলেও আখ্যা দেন অনেকেই।

জানা গেছে, রোববার (২৭ এপ্রিল) মুম্বাই থেকে দুবাই যান কারিনা কাপুর। সেখানেই তার নতুন কেনা বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে। সেই সফরেই ফারাজ মান্নানের সঙ্গে দেখা হয় তার, এবং মুহূর্তটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন ডিজাইনার।

এমন স্পর্শকাতর মুহূর্তে পাকিস্তানি শিল্পীর সঙ্গে একফ্রেমে ধরা দেওয়াকে ঘিরে প্রশ্ন উঠেছে কারিনার কাণ্ডজ্ঞান নিয়েও। এক কথায়, দেশজুড়ে চলমান ক্ষোভের মাঝে তার এই ছবি নেটিজেনদের মধ্যে জন্ম দিয়েছে বিতর্ক, নিন্দা এবং হতাশার।