মেট গালায় ভারতীয় সেলিব্রিটিদের ঝলকানি: প্রথমবারের মতো শাহরুখ খান, নজর কাড়লেন আলিয়া-প্রিয়াঙ্কা-দীপিকা

বিশ্ব ফ্যাশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেট গালা, যেখানে প্রতিবছর জড়ো হন বিশ্বের নামকরা তারকারা। নিউ ইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টে মে মাসের প্রথম সোমবার বসে এই বর্ণিল আসর। এবারের আয়োজনটি ভারতীয়দের জন্য ছিল এক বিশেষ রাত। কারণ, প্রথমবারের মতো মেট গালার লাল গালিচায় পা রাখতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। এটি ভারতীয় পুরুষ তারকার প্রথম উপস্থিতি, যা ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাসের জন্ম দিয়েছে।
এর আগে মেট গালার রঙিন ইতিহাসে বলিউডের আলিয়া ভাট, ইশা আম্বানি, প্রিয়াঙ্কা চোপড়া এবং দীপিকা পাড়ুকোন তাদের অনন্য ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে নজর কেড়েছেন। আলিয়া ভাট গত বছর অংশ নিয়েছিলেন হালকা সবুজ-নীলাভ নেটের শাড়িতে, যার প্রতিটি কারুকাজ ছিল পাথর, কারদানা ও সুতায়। এটি ছিল সব্যসাচীর ‘বেঙ্গল রয়্যাল কালেকশন’-এর একটি অনবদ্য সৃষ্টি, যা তৈরি করতে সময় লেগেছিল প্রায় ১,৯৬৫ ঘণ্টা।
ইশা আম্বানির ‘শাড়ি-গাউন’ পোশাকটিও ছিল ফ্যাশন দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু। রাহুল মিশ্রর ডিজাইন করা এই পোশাকে ছিল মৌমাছি-প্রজাপতিসহ ফুলের বাগানের চিত্র, যা ফুটে উঠেছিল সূক্ষ্ম চুমকি ও জারদৌসির কাজের মাধ্যমে। এই পোশাকটি তৈরি করতে সময় লেগেছিল ১০ হাজার ঘণ্টারও বেশি।
প্রিয়াঙ্কা চোপড়া সবসময়ই মেট গালায় তার ফ্যাশন চয়েস দিয়ে আলোচিত। কালো ভ্যালেন্টিনো গাউন, অফ-শোল্ডার কাট আর অপেরা গ্লাভসের সঙ্গে তার পরা ২৫ মিলিয়ন ডলারের হীরের হার ছিল অন্যতম আকর্ষণ। আর ২০২৪ সালে দীপিকা পাড়ুকোন লাল ঠোঁট, গোলাপি স্মোকি আই এবং জ্যাক পোসেনের ডিজাইন করা স্ট্র্যাপলেস কাস্টম গাউনে যেন রূপকথার পরী হয়ে ধরা দেন দর্শকদের সামনে।
ভারতীয় তারকাদের এই বর্ণময় অংশগ্রহণ শুধু মেট গালার গ্ল্যামারই বাড়ায়নি, বরং আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে ভারতীয় ঐতিহ্য ও শৈল্পিকতাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
আপনার মতামত লিখুন