খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৫ মে, চিকিৎসার মধ্যে ফিরবেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
খালেদা জিয়া দেশে ফিরতে পারেন ৫ মে, চিকিৎসার মধ্যে ফিরবেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া যুক্তরাজ্যে চিকিৎসাধীন অবস্থায় দেশে ফিরতে পারেন। তাঁর পরিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে সরকারের সহযোগিতা চেয়েছে যাতে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে আনা সম্ভব হয়। যদি এটি সম্ভব না হয়, তবে তিনি উড়োজাহাজের বিজনেস ক্লাসে দেশে ফিরতে পারেন।

এনিয়ে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, রোববার ও সোমবার ধরে ফিরতি প্রস্তুতি চলছে এবং এখনও এয়ার অ্যাম্বুলেন্স নিশ্চিত করা যায়নি।

৭ জানুয়ারি, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়ে তিনি ১৭ দিন পর হাসপাতাল থেকে তার ছেলে তারেক রহমানের বাসায় উঠেন। তাঁর চিকিৎসা লিভার বিশেষজ্ঞ জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের এক সদস্য জানান, খালেদা জিয়াকে হাসপাতাল থেকে পূর্ণাঙ্গ ছাড়পত্র দেওয়া হয়নি, তবে বলা হয়েছে যে তিনি দেশে ফিরতে পারবেন তবে চিকিৎসা অব্যাহত থাকবে।

এছাড়া, খালেদা জিয়ার দুই পুত্রবধূ, ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান দেশে আসবেন, কিন্তু নাতনিদের আসার বিষয়টি নিশ্চিত নয়।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন, তবে চিকিৎসকদের মতে, তাঁর লিভার প্রতিস্থাপন করা হয়নি ঝুঁকি এড়ানোর জন্য।