মজুরি বৃদ্ধিসহ শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি টিইউসির

মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ মে) রাজধানীর তোপখানা রোডে আয়োজিত এক সমাবেশে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছে। সমাবেশে টিইউসির নেতারা স্থায়ী মজুরি কমিশন গঠন করে ৩০ হাজার টাকা জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার পাশাপাশি অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
সমাবেশ শুরুর আগে একটি র্যালি ও গণসংগীত পরিবেশন করা হয়, যেখানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। টিইউসি নেতারা বলেন, ১৮৮৬ সালের শ্রমজীবী মানুষের ঐতিহাসিক আন্দোলনের ১৩৯ বছর পরেও দেশের শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার আদায়ের জন্য সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। সরকারি চাকরিতে ৮ ঘণ্টার কর্মদিবস কার্যকর হলেও, বেসরকারি খাতে এখনো তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পরও শ্রমজীবী মানুষের ওপর শোষণ, নির্যাতন, চাঁদাবাজি ও হয়রানি অব্যাহত রয়েছে।
বক্তারা আরও বলেন, শ্রমিকদের জন্য অঞ্চলভিত্তিক রেশনের মাধ্যমে চাল, ডাল, তেল, আটা ও শিশুখাদ্য সরবরাহের দাবি বহুদিনের হলেও সরকার এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বিভিন্ন খাতভিত্তিক ঘোষিত মজুরি রোয়েদাদ বাস্তবায়নেও ঘাটতি রয়েছে। নারী শ্রমিকেরা সমকাজে সমমজুরি, নিয়োগের সমান সুযোগ এবং মাতৃত্বকালীন সবেতন ছুটি থেকে বঞ্চিত হয়ে নানা ধরনের শোষণ ও বৈষম্যের শিকার হচ্ছেন, যদিও তাঁরা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
সমাবেশে বক্তারা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন, ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণা, সস্তা ও নির্ধারিত মূল্যে রেশন, কম খরচে বাসস্থান এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ সামগ্রিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন টিইউসির সহসভাপতি মাহবুব আলম। এ সময় আরও বক্তব্য দেন সহসভাপতি আবদুর রাজ্জাক, অর্থ সম্পাদক কাজী রুহুল আমিন, দপ্তর সম্পাদক সাহিদা পারভীন, প্রচার সম্পাদক মোবারক হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক আসলাম খান, গার্মেন্টস শ্রমিকনেতা ইদ্রিস আলী ও হকার্স নেতা মুর্শিকুল ইসলাম শিমুল প্রমুখ।
আপনার মতামত লিখুন