শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করছে অন্তবর্তী সরকার: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

পরিবর্তিত বাংলাদেশে শ্রমিকদের ন্যূনতম চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের অধিকার রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে অন্তবর্তীকালীন সরকার—এমনটাই জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মে দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় অংশ নিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, মালিক ও শ্রমিকদের মধ্যে দূরত্ব কমাতে হবে এবং উভয় পক্ষকে একযোগে কাজ করতে হবে। অতীতে শ্রমিকরা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, কারণ নীতিনির্ধারকরাই ছিলেন শিল্প-কারখানার মালিক।
তিনি আরও জানান, শ্রম মন্ত্রণালয় শ্রমিকদের অধিকার নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শ্রম আইনের বিষয়ে তিনি বলেন, বর্তমানে শ্রম আইনে পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে। যদিও এখনো চূড়ান্ত হয়নি, তবুও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব আইএলও-কে জানানো হয়েছে।
আসন্ন শ্রম আইন কবে নাগাদ চূড়ান্ত হবে—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, বাংলাদেশে কোনো কিছুর নির্দিষ্ট সময়সীমা দেওয়া কঠিন। তবে তিনি আশা প্রকাশ করেন, নিজের দায়িত্বকালেই একটি পরিপূর্ণ শ্রম আইন প্রণয়ন করতে পারবেন। তিনি আরও বলেন, “আমারও তো ইচ্ছা আছে, আমি একটু কন্ট্রিবিউট করে যাই।”
আপনার মতামত লিখুন