কমিশন বাণিজ্য ও ডিসি নিয়োগে হস্তক্ষেপের অভিযোগে এনসিপি নেতা তানভীর সাময়িক অব্যাহত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে পাঠ্যবই ছাপায় কমিশন বাণিজ্য এবং জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। এ কারণে দল থেকে তাকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে এনসিপি। ২১ এপ্রিল এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, তানভীরকে ৭ দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
তানভীর অভিযোগ অস্বীকার করে বলেন, সচিবালয়ে তিনি পাঁচবার গেছেন, যার মধ্যে একটি কোম্পানির কাজে এবং বাকিগুলো ব্যক্তিগত ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে তদন্ত হলে সবকিছু পরিষ্কার হবে, এবং যদি দোষী প্রমাণিত হন তবে স্বেচ্ছায় কারাবরণ করবেন।
তানভীর জানান, তিনি শুধু পাঠ্যবই ছাপার বাস্তবতা তুলে ধরতে শিক্ষা উপদেষ্টা ও এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন। জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপের বিষয়ে তিনি বলেন, সচিবালয়ে গিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সচিবের এপিএসের মাধ্যমে প্রবেশপাস নিয়ে কথা বলেন। ফেসবুক অ্যাক্টিভিটি ও দুর্নীতির বিষয়ে সতর্ক করতে চেয়েছিলেন বলে জানান তিনি।
তানভীর আরও বলেন, “একটি নাস্তার ছবি দিয়ে তো প্রমাণ হয় না যে আমি অপরাধ করেছি।” গাড়ি ব্যবহারের বিষয়ে জানান, মাঝে মাঝে একজন পরিচিত ব্যক্তির পাজেরো গাড়ি ব্যবহার করেন। তিনি বিশ্বাস করেন, তদন্তে তার বিরুদ্ধে অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হবে।
এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেওয়া হয়নি।
আপনার মতামত লিখুন