চার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

চার মাস লন্ডনে চিকিৎসা শেষে আগামী সোমবার (৫ মে) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন নিশ্চিত করেছেন, তার শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরবেন তিনি। সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান সিঁথিসহ ৮ জন। চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে তারেক রহমান তদারকিতে রয়েছেন।
২০১৮ সালে দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়া খালেদা জিয়াকে করোনা মহামারির সময় মুক্তি দেওয়া হয়। ২০২৩ সালের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির আদেশে তিনি পুরোপুরি মুক্ত হন এবং দুর্নীতির মামলাগুলোর রায় বাতিল করা হয়।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয় খালেদা জিয়াকে। বর্তমানে তিনি তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত।
আপনার মতামত লিখুন