জি এম কাদের: ‘ড. ইউনূসের ওপর আস্থা নেই, দয়া করে বিদায় হোন’

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:১৪ পূর্বাহ্ণ
জি এম কাদের: ‘ড. ইউনূসের ওপর আস্থা নেই, দয়া করে বিদায় হোন’

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) বৃহস্পতিবার (২ মে) বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনাসভায় মন্তব্য করেন। তিনি বলেন, “সরকারপ্রধান হিসেবে ড. ইউনূসের ওপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না।”

জি এম কাদের আরও বলেন, “যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হোন।” তিনি সরকারের ক্ষমতা এবং মববাজি দিয়ে জনগণের ওপর অত্যাচারের সমালোচনা করেন এবং বলেন, “এটা মেনে নেওয়া হবে না।”

তিনি উল্লেখ করেন, “আমরা এক ফ্যাসিবাদকে বিদায় করেছি আরেক ফ্যাসিবাদকে গ্রহণ করতে নয়।” জাতীয় পার্টির চেয়ারম্যান সরকারের সংস্কারের প্রক্রিয়ায় ড. ইউনূসের ভূমিকার প্রতি সংশয় প্রকাশ করে বলেন, “তারা যে সংস্কারের কথা বলছে, তা বাস্তবায়নযোগ্য নয়। তারা যে নতুন দল করেছে, তা পুরনো স্টাইলেই আগাচ্ছে।”