জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার ডা. দীপু মনির প্যারোল আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমার নির্দেশ

জুলাই গণহত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত জানায়, মন্ত্রণালয় সাড়া না দিলে ট্রাইব্যুনাল বিষয়টি পরবর্তীতে বিবেচনা করবে।
বুধবার (৩০ এপ্রিল) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ আদেশ দেয়। শুনানিতে ডা. দীপু মনির আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ জানান, তার স্বামী তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তার পাশে থাকার জন্য তিনি প্যারোল চান।
প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়, প্যারোলের আবেদন মন্ত্রণালয় এবং কারা কর্তৃপক্ষের মাধ্যমেই করা উচিত, না হলে বিচার কাজ বিলম্বিত হতে পারে। আদালত বলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আপনার মতামত লিখুন