নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:২০ পূর্বাহ্ণ
নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা হেফাজতে ইসলামের

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলসহ চার দফা দাবিতে আগামী ৩ মে ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে হেফাজতে ইসলাম। কওমি মাদরাসাভিত্তিক এই সংগঠনটি ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় সফর করে সমাবেশে জনসমাগম নিশ্চিত করতে কাজ করছে।

হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক জানিয়েছেন, এই কর্মসূচির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। মূলত মামলা প্রত্যাহার ও ২০১৩ সালের শাপলা চত্বরের ‘গণহত্যার’ বিচার চেয়ে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। পরে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন যুক্ত করা হয়, যেটিকে হেফাজত ইসলাম ‘ইসলামবিরোধী’ দাবি করছে।

নারী উত্তরাধিকারে ইসলামিক বিধান পরিবর্তনের প্রস্তাব, পতিতাবৃত্তিকে শ্রমিক স্বীকৃতি দেওয়ার মতো প্রস্তাব এবং ধর্মীয় বিধানের বিরুদ্ধে অবস্থানের অভিযোগ এনে মামুনুল হক কমিশনকে সম্পূর্ণ বাতিলের দাবি জানান। তিনি বলেন, “এই প্রতিবেদন বাতিল না করলে এটি মুসলমানদের মধ্যে আতঙ্ক ছড়াবে।”

চার দফা দাবির মধ্যে রয়েছে:

  1. নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল,
  2. সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল,
  3. হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরে ‘গণহত্যার’ বিচার,
  4. ফিলিস্তিন ও ভারতে মুসলিম নিপীড়ন বন্ধে পদক্ষেপের আহ্বান।

এদিকে, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফাওজিয়া করিম ফিরোজ বলেন, তাদের প্রস্তাব ছিল একটি ঐচ্ছিক সিভিল আইন, ধর্মীয় বিধানকে স্পর্শ করা হয়নি। হেফাজতের কর্মসূচিকে তিনি ‘মনস্তাত্ত্বিক চাপ’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, বিরোধিতা একাডেমিকভাবে হওয়া উচিত।

তবে মামুনুল হক দাবি করেন, এই কমিশনে ধর্মভিত্তিক কোনো প্রতিনিধি রাখা হয়নি এবং সরকার তাদের উদ্বেগকে পাত্তা দিচ্ছে না বলেই হেফাজত বৃহৎ কর্মসূচি নিতে বাধ্য হয়েছে।