ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, সংঘর্ষ চলছে টানা অষ্টম রাতেও

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, সংঘর্ষ চলছে টানা অষ্টম রাতেও

কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা অষ্টম রাতেও ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার রাতেও এই সংঘর্ষের খবর পাওয়া গেছে। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে প্রায় প্রতিদিন রাতেই সীমান্তে গোলাগুলি চলছে।

ভারতীয় সেনাবাহিনীর মতে, কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর সেক্টরে পাকিস্তান সীমান্তের বিপরীত দিকে ছোট অস্ত্রের গুলি চালানো হয়েছে। ভারতীয় সেনাও প্রতিক্রিয়া জানায়। ৭৪০ কিলোমিটার দীর্ঘ এলওসির বিভিন্ন পয়েন্টে এই সংঘর্ষ হয়েছে বলে জানানো হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, ২৪ এপ্রিল রাত থেকে পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে গুলি চালাচ্ছে। এর কিছু সময় পরে ভারত সরকার সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং এলওসিতে গুলিবর্ষণ শুরু হয়। গত মঙ্গলবার পাকিস্তান সেনারা জম্মুর পারগওয়াল সেক্টরে গুলি চালায় এবং একাধিক আলোচনা হয় ভারত-পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে।

ভারত, পেহেলগামের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা, পাঞ্জাবের আত্তারির স্থল সীমান্ত বন্ধ এবং কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা। পাকিস্তান এই পদক্ষেপকে ‘যুদ্ধ ঘোষণার শামিল’ বলে মন্তব্য করেছে।