রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা স্থগিত, নতুন তারিখ নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের ওপর

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ণ
রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা স্থগিত, নতুন তারিখ নির্ভর করবে ওয়াশিংটনের অবস্থানের ওপর

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফার পরমাণু আলোচনা রোমে স্থগিত করা হয়েছে, এবং নতুন সময়সূচি ওয়াশিংটনের অবস্থানের ওপর নির্ভর করবে বলে নিশ্চিত করেছেন ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। পূর্বে, এই আলোচনা ৩ মে রোমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে এটি পিছিয়ে গেছে। ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কূটনৈতিক সমাধানে সহায়ক নয় এবং নতুন তারিখ নির্ধারণ ওয়াশিংটনের অবস্থানের উপর নির্ভর করবে।

ওমান, যা এই আলোচনা মধ্যস্থতা করছিল, জানায় যে “লজিস্টিকাল কারণে” আলোচনা নির্ধারিত সময় অনুযায়ী হচ্ছে না। এদিকে, একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র কখনোই আলোচনায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করেনি এবং তা কবে, কোথায় হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

ইরান অভিযোগ করেছে যে, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনা করতে চায়, অন্যদিকে নিষেধাজ্ঞা আরোপ করছে এবং ইয়েমেনের হুতি গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য তেহরানকে হুঁশিয়ারি দিচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানকে ‘অসঙ্গত আচরণ’ ও ‘উসকানিমূলক মন্তব্য’ করার জন্য অভিযুক্ত করেছে।

ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই কূটনৈতিক সমাধান চাওয়ার কথা বললেও, দীর্ঘ দুই দশকের অবিশ্বাস এখনো আলোচনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।