জামায়াতের নিবন্ধন ফিরে পেতে শুনানি শুরু হতে পারে এই সপ্তাহেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৪:২৪ অপরাহ্ণ
জামায়াতের নিবন্ধন ফিরে পেতে শুনানি শুরু হতে পারে এই সপ্তাহেই

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আপিল শুনানি চলতি সপ্তাহে পুনরায় শুরু হতে যাচ্ছে। আইনজীবীরা জানিয়েছেন, মঙ্গলবার বা বুধবার এই মামলা আপিল বিভাগের কার্যতালিকায় আসতে পারে।

রোববার (৪ মে) সকালে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চে জামায়াতের পক্ষে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী শুনানি ত্বরান্বিত করার আবেদন জানান। তার সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির।

আবেদনে উল্লেখ করা হয়, জামায়াতের রাজনৈতিক ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ায় মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। এর আগে আপিল শুনানি শুরু হলেও তা হঠাৎ স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে রায় দেন। পরে ২০১৮ সালে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে। জামায়াত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে, কিন্তু ২০২৩ সালে তাদের প্রধান আইনজীবী শুনানিতে অনুপস্থিত থাকায় আপিল বিভাগ আবেদনটি ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ করে। এর ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকে।