ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরিতে প্রয়োজন ছাড়ের মানসিকতা: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হলে সংশ্লিষ্ট সকল পক্ষকে কিছু না কিছু ছাড় দিতে হবে। রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মূল লক্ষ্য হচ্ছে সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য সনদ তৈরি করা। সনদটিতে কেবলমাত্র সেসব বিষয়ই অন্তর্ভুক্ত থাকবে, যেগুলোতে সব পক্ষের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য প্রত্যেক পক্ষকে নমনীয়তা দেখিয়ে ছাড় দেওয়ার মানসিকতা গ্রহণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে ড. আলী রীয়াজ বলেন, ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব শুধু কমিশনের নয়; গণমাধ্যমকেও ইতিবাচক আলোচনার মাধ্যমে সহযোগিতার ভূমিকা পালন করতে হবে। কমিশন এই প্রক্রিয়ায় অনুঘটকের ভূমিকা রাখবে এবং সাংবাদিকদের উচিত রাজনৈতিক দলগুলোকে একমত হওয়ার জন্য উৎসাহিত করা।
আপনার মতামত লিখুন