কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:৪৫ অপরাহ্ণ
কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ

আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত, পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনাসহ সার্বিক ব্যবস্থাপনার জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৪ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, “দীর্ঘদিন ধরে কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে মানুষ বঞ্চিত হয়ে আসছে, যার ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন দরিদ্র জনগোষ্ঠী। এই পরিস্থিতির অবসান হওয়া জরুরি।”

তিনি অভিযোগ করেন, চামড়ার বাজারে একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে, যারা কৃত্রিম সংকট তৈরি করে দরদাম নিয়ন্ত্রণ করে। এমন পরিস্থিতি রোধে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও জানান তিনি।

পশু পরিবহন ও হাটে বিক্রির সময় পশুর প্রতি নির্দয় আচরণ বন্ধে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এছাড়া চামড়া প্রক্রিয়াজাতকরণে ইটিপি ব্যবহারে যথাযথতা নিশ্চিত করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।

নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে প্রধান করে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান এবং চামড়া ব্যবসায়ীদের প্রতিনিধিরা থাকবেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম প্রমুখ।