গাজার রাফাহে টানেলে বিস্ফোরণ: নিহত ২ ইসরায়েলি সেনা, আহত আরও ২

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের একটি সুড়ঙ্গপথে বিস্ফোরণে ইসরায়েলি সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, নিহতদের একজনের বয়স ২৩ এবং অন্যজনের ২০ বছর। তারা দুজনই ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, গোলানি ব্রিগেডের আওতায় ওই সেনারা একটি ভবনের ভেতরে টানেলের প্রবেশপথ স্ক্যান করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, অপরজনের অবস্থা মাঝারি বলে জানানো হয়েছে।
এই দুই নতুন মৃত্যুর পর গাজায় হামাসের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে ইসরায়েলের মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৪১৬ জনে।
এছাড়া শনিবার উত্তর গাজার জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের একজন রিজার্ভ সদস্য গুরুতর আহত হন। একইদিনে গাজা শহরের পূর্ব দারাজ এবং তুফাহ পাড়ায় সেনা শিবিরে বিস্ফোরণে ৪০১তম আর্মার্ড ব্রিগেডের ৪৬তম ব্যাটালিয়নের আরও দুই সৈন্য আহত হয়েছেন।
আপনার মতামত লিখুন