তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনার দাবিতে রংপুরে বিএনপির গণ-পদযাত্রা

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ণ
তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনার দাবিতে রংপুরে বিএনপির গণ-পদযাত্রা

তিস্তা চুক্তি এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে বিশাল গণ-পদযাত্রার আয়োজন করা হয়। রোববার (৪ মে) বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো মানুষ অংশগ্রহণ করে। “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শাপলা চত্বর এলাকা।

গণ-পদযাত্রার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “আমরা ভারতের কাছে পানি চাই, ভিক্ষা বা দয়া চাই না। পানি কখনও মারণাস্ত্র হতে পারে না, কিন্তু ভারত সেটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। হাসিনার সরকারের কারণেই তিস্তা চুক্তি বাস্তবায়ন হয়নি।” তিনি আরও বলেন, “এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমি তিস্তার পক্ষে লড়াই করে যাবো।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু এবং বিএনপি নেতা এমদাদুল হক ভরসা। তাঁরা সবাই সরকারের সমালোচনা করে দ্রুত তিস্তা চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

এই পদযাত্রাকে ঘিরে দুপুর ১টার পর থেকেই তিস্তা নদী-সংলগ্ন বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো মানুষ রংপুর নগরীতে আসতে শুরু করে। পদযাত্রায় অংশগ্রহণকারীরা দেশের পানিসম্পদের ন্যায্য হিস্যা আদায়ের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানায়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর তিস্তাপারের মানুষ নদীর পানি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় ১৭ ও ১৮ ফেব্রুয়ারি রংপুরের পাঁচ জেলার ১১টি পয়েন্টে তাঁবু খাটিয়ে দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আন্দোলনকারীদের প্রতি একাত্মতা প্রকাশ করেন।

তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের হলেও এই গণ-পদযাত্রা বিষয়টিকে নতুন করে রাজনৈতিক ও জনমানসে আলোচনায় নিয়ে এসেছে। আন্দোলনকারীরা বলছেন, তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবে।