দক্ষিণ আফ্রিকায় ট্র্যাজেডি: মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:১৩ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় ট্র্যাজেডি: মিনিবাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৫

দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশে গভীর রাতে একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (৪ এপ্রিল) এক বিবৃতিতে প্রাদেশিক পরিবহন মুখপাত্র উনাথি বিনকোস এ তথ্য জানান।

বিনকোস বলেন, ঘটনাটি ঘটেছে রাজধানী জোহানেসবার্গ থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিণে, মাকোমা শহরের কাছে। নিহতদের মধ্যে ১৩ জন যাত্রী এবং উভয় গাড়ির চালক রয়েছেন। এ ছাড়া আরও পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকায় উন্নত সড়ক নেটওয়ার্ক থাকলেও দেশটি সড়ক দুর্ঘটনায় বিশ্বে অন্যতম শীর্ষে। ২০২৩ সালের তথ্যে দেখা গেছে, প্রায় ১১,৮০০ জন এসব দুর্ঘটনায় নিহত হন, যার মধ্যে ৪৫ শতাংশই পথচারী। দ্রুতগতি, বেপরোয়া চালনা এবং যানবাহনের অনুপযুক্ত অবস্থাই মূলত এসব দুর্ঘটনার জন্য দায়ী।