রাখাইনে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাষ্ট্রের প্রস্তাব: জামায়াতের বিরুদ্ধে ক্ষুব্ধ মিয়ানমার জান্তা সরকার

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কাছে রাখাইনে রোহিঙ্গাদের জন্য স্বাধীন রাজ্য গঠনের প্রস্তাব দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে তীব্র নিন্দা জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা সরকার।
থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’র প্রতিবেদন অনুযায়ী, ২৭ এপ্রিল ঢাকার গুলশানে সিপিসির সঙ্গে জামায়াতের এক বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে।
ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনের জন্য ‘ইনডিপেনডেন্ট আরাকান স্টেট’ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মিয়ানমারের ওপর চীনের প্রভাব থাকায় তারা এই বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এই বক্তব্যের প্রেক্ষিতে মিয়ানমার জান্তা সরকার বিবৃতি দিয়ে জানায়, জামায়াতের এ ধরনের প্রস্তাব তাদের দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
জান্তা সরকার আরও দাবি করেছে, তারা ইতোমধ্যে শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য পর্যাপ্ত আবাসন গড়েছে এবং যাচাই-বাছাইয়ের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।
২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে লাখো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় রোহিঙ্গা শরণার্থী শিবির গড়ে উঠেছে।
রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত থাকলেও সাম্প্রতিক যুদ্ধাবস্থা ও রাজনৈতিক অস্থিরতায় সেই প্রক্রিয়া বারবার ব্যর্থ হয়েছে।
আপনার মতামত লিখুন