সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা: ‘এটা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী’—মাহফুজ আনাম

গণহারে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
৪ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মাহফুজ আনাম বলেন, বর্তমানে ২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা বা সহিংসতা-সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ও অসম্মানজনক।
তিনি বলেন, “শেখ হাসিনার শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না বলেই তখনকার সরকার জনধিক্কৃত হয়েছিল। আজও সাংবাদিকরা নানা আইনের শিকার হচ্ছেন। ২৬৬ জন সাংবাদিক খুন বা সহিংসতা সংশ্লিষ্ট মামলার আসামি—এটা কেমন বাস্তবতা?”
তিনি প্রশ্ন রাখেন, “যদি কেউ সত্যিই দোষী হয়, তাহলে সঠিকভাবে মামলা করে শাস্তি দিন। কিন্তু ছয়-সাত মাসেও এসব মামলার তদন্ত এক কদমও এগোয়নি।”
সরকার ও আইন উপদেষ্টার উদ্দেশে মাহফুজ আনাম বলেন, “আইন উপদেষ্টা বলেন, মামলা করার অধিকার জনগণের আছে—তা মেনে নিই। কিন্তু কোনো আইনের অপপ্রয়োগ হলে, সরকার কি কিছু করবে না? সেটাই বড় প্রশ্ন।”
আলোচনা সভায় সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আপনার মতামত লিখুন