১২ দলীয় জোটের আহ্বান: জাতীয় ঐকমত্যে ভিত্তি করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা হোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ণ
১২ দলীয় জোটের আহ্বান: জাতীয় ঐকমত্যে ভিত্তি করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা হোক

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে আয়োজন করা উচিত। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করা প্রয়োজন এবং এই প্রক্রিয়া আর বিলম্বিত করা উচিত নয়।

রোববার (৪ মে) জাতীয় সংসদে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে জোটের ১১ জন নেতা উপস্থিত ছিলেন। মোস্তফা জামাল হায়দার আরও বলেন, “আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা হস্তান্তরের পক্ষে। যদি কিছু বিষয় অসমাপ্ত থাকে, সেগুলো আলোচনা করে ভবিষ্যতে সমাধান করা যেতে পারে।”

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, এবং এই বৈচিত্র্য গণতন্ত্রের সৌন্দর্য। রাষ্ট্র কাঠামোর দুর্বলতা ও অসঙ্গতির কারণে যে জটিলতা তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে কমিশন যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।

১২ দলীয় জোট আলোচনার মাধ্যমে ন্যূনতম ঐকমত্যে পৌঁছানোর জন্য দ্রুত নির্বাচনের পথ সুগম করার উপর গুরুত্ব দিয়েছে।