নারী অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে হেফাজতের নেতাদের আইনি নোটিশ

নারী সংস্কার কমিশনকে ঘিরে আয়োজিত এক জনসভায় হেফাজতে ইসলামের পক্ষ থেকে নারীদের উদ্দেশে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেত্রী ও তিনজন নারী সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ২০২৫ সালের ৫ মে পাঠানো এই লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, নারী সংস্কার কমিশনকে ঘিরে ‘বেশ্যা’ শব্দ ব্যবহার করে পাবলিক স্পেসে কাউকে হেয় করার অধিকার কারও নেই।
নোটিশে বলা হয়, এমন ভাষা নতুন বাংলাদেশের চেতনার সম্পূর্ণ পরিপন্থী। নারীর মর্যাদা, স্বাধীনতা ও সংগ্রামের সঙ্গে এই ধরনের যৌনবাচক গালি সরাসরি অসম্মানজনক আচরণ। বিশেষ করে, বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে নারীর ভূমিকা অনস্বীকার্য। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের বিভিন্ন সামাজিক আন্দোলনে নারীদের অবদান অসামান্য। তাই নারীকে উদ্দেশ্য করে অবমাননাকর বক্তব্য কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
আইনি নোটিশে আরও প্রশ্ন তোলা হয়েছে, হেফাজতের নেতারা নিজেদের পরিবারে ইসলামি আইনের ভিত্তিতে নারী সদস্যদের সম্পত্তির অধিকার নিশ্চিত করেছেন কি না। পাশাপাশি, আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের অতীত সংশ্লিষ্টতা এবং একটি দলীয় পক্ষপাতদুষ্ট সংগঠন হিসেবে তাদের প্রকাশ্য জনসভা করার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন এনসিপির নেত্রীরা।
এই বিষয়ে এনসিপির নেত্রী নীলিমা দোলা বলেন, “কারও সঙ্গে মতভেদ থাকতে পারে, কিন্তু নারীদের নিয়ে এইভাবে কথা বলা সরাসরি নিপীড়নের শামিল। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দাবি জানাই, এই ধরনের আচরণের জন্য হেফাজতের নেতাদের জবাবদিহির মুখে পড়তে হবে।”
আপনার মতামত লিখুন