ইসরায়েলি বিমান হামলায় বন্ধ সানার বিমানবন্দর, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
ইসরায়েলি বিমান হামলায় বন্ধ সানার বিমানবন্দর, মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার ফলে বিমানবন্দরটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে। মঙ্গলবার (৬ মে) ভোরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) সাধারণ জনগণকে সতর্ক করে জানায়, বিমানবন্দর এলাকা দ্রুত খালি না করলে তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। সতর্কতার কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরে হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, গত রবিবার হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের বেন গুরিওন বিমানবন্দরের কাছাকাছি আঘাত হানে। এর জবাব হিসেবেই সানায় এ হামলা চালানো হয়েছে। IDF জানিয়েছে, মঙ্গলবারের অভিযানে তিনটি বেসামরিক বিমান, একটি সামরিক ঘাঁটি, রানওয়ে ও প্রস্থান হল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া সানার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র এবং আল-ইমরান সিমেন্ট কারখানাও হামলার লক্ষ্যবস্তু ছিল। ইসরায়েলি বাহিনীর দাবি, হুথিরা এসব অবকাঠামো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করে আসছিল। এর একদিন আগে, হুদাইদাহ শহরের বাজিল সিমেন্ট কারখানা ও বন্দর এলাকাতেও হামলা চালানো হয়। সেখানে হুথিদের টানেল নির্মাণ এবং অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার করা হত এমন অভিযোগ করেছে IDF।

হুদাইদাহ বন্দর ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর, যেখান দিয়ে দেশের খাদ্যের প্রায় ৮০ শতাংশ আমদানি হয়। এই অঞ্চলে হামলা সরবরাহ শৃঙ্খল এবং মানবিক সহায়তা কার্যক্রমের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল-হুথি সংঘর্ষের এই নতুন ধারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করে তুলছে। একদিকে যেমন আঞ্চলিক উত্তেজনা বাড়ছে, তেমনি আন্তর্জাতিক মহলের উদ্বেগও ক্রমেই বাড়ছে।