এনআইডি সংশোধনে গতি আনতে মাঠ কর্মকর্তাদের মনিটরিং করবে নির্বাচন কমিশন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৪৮ পূর্বাহ্ণ
এনআইডি সংশোধনে গতি আনতে মাঠ কর্মকর্তাদের মনিটরিং করবে নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তি করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রম মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ১৫ দিন অন্তর প্রতিবেদন দাখিলের নির্দেশনা পাঠানো হয়েছে সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের।

ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক মো. আব্দুল হালিম খান সই করা নির্দেশনায় বলা হয়েছে, সিনিয়র জেলা/জেলা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তারা তাদের কাজের অগ্রগতি প্রতিবেদন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে দাখিল করবেন। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তা একীভূত করে পরিচালকের কাছে পাঠাবেন, এবং পরিচালক প্রতিবেদনটি মহাপরিচালকের কাছে উপস্থাপন করবেন।

বর্তমানে মাঠ পর্যায়ে প্রায় চার লাখ এনআইডি সংশোধনের আবেদন ঝুলে আছে, যা জুনের মধ্যে নিষ্পত্তির পরিকল্পনা রয়েছে ইসির। এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, আঞ্চলিক পর্যায়ে আবেদনগুলো ক্যাটাগরিভুক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে, তবে অনেকে সে কাজ সঠিকভাবে করছেন না। মনিটরিংয়ের মাধ্যমে এই প্রক্রিয়ায় গতি আনার চেষ্টা চলছে।