চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, ফিরোজায় নেওয়া হলো কড়া নিরাপত্তায়

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, ফিরোজায় নেওয়া হলো কড়া নিরাপত্তায়

দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ শেষে বেলা ১১টার পর তিনি সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশ্যে রওনা দেন। দুপুর দেড়টার দিকে তিনি বাসায় পৌঁছান।

খালেদা জিয়ার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং বিএনপির শীর্ষ নেতারা। ফিরোজায় পৌঁছানোর পথে বিএনপির হাজারো নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানান।

ফিরোজা ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়েছে, যা চোখে পড়ার মতো।

এর আগে গতকাল সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটে খালেদা জিয়া ঢাকার উদ্দেশে রওনা দেন।