জার্মানিতে চ্যান্সেলর নির্বাচনে মের্জের অপ্রত্যাশিত পরাজয়, সরকার গঠনে অনিশ্চয়তা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
জার্মানিতে চ্যান্সেলর নির্বাচনে মের্জের অপ্রত্যাশিত পরাজয়, সরকার গঠনে অনিশ্চয়তা

জার্মানির নতুন চ্যান্সেলর নির্বাচনের জন্য আয়োজিত পার্লামেন্ট ভোটে অপ্রত্যাশিতভাবে পরাজিত হয়েছেন রক্ষণশীল নেতা ফ্রিডরিখ মের্জ। ৬৩০ আসনের বুন্ডেস্ট্যাগে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল ৩১৬ ভোট, কিন্তু তিনি পেয়েছেন মাত্র ৩১০ ভোট। ফলে নির্বাচনের দুই মাস পরও জার্মানিতে সরকার গঠনে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

খ্রিস্টান ডেমোক্র্যাট দল ও মধ্য-বামপন্থী এসপিডি’র মধ্যে জোট থাকলেও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে অন্তত ১৮ জন এমপি ভোট দেওয়া থেকে বিরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। আধুনিক জার্মান ইতিহাসে চ্যান্সেলর নির্বাচনে এ ধরনের ব্যর্থতা নজিরবিহীন বলে বিবেচনা করা হচ্ছে।

দেশটির সংবিধান অনুযায়ী, দ্বিতীয় দফার ভোটের জন্য এখন ১৪ দিনের সময় রয়েছে। এই সময়ের মধ্যে কেউ যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারেন, তবে সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চ্যান্সেলর নির্বাচিত হবেন।

মের্জের পরাজয়কে রাজনৈতিক ভাষ্যকাররা অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন। যদিও মের্জের ঘনিষ্ঠরা বলছেন এটি দলীয় বিপর্যয় নয় এবং দ্বিতীয় দফায় তারা জয়ের আশায় রয়েছেন। তবে বিশ্লেষকদের মতে, জোটের অভ্যন্তরীণ বিভাজন ভবিষ্যতের সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছে।

এই পরিস্থিতিকে ঘিরে অতি-ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি নতুন জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা মিলে অর্থনীতিকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, যদিও জার্মানি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে।