বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ অনুষ্ঠিত, ২৩ হাজার ঘণ্টার নিরাপদ উড্ডয়ন সফলভাবে সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ণ
বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ অনুষ্ঠিত, ২৩ হাজার ঘণ্টার নিরাপদ উড্ডয়ন সফলভাবে সম্পন্ন

বাংলাদেশ বিমানবাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৫ সোমবার (৫ মে) তেজগাঁওয়ের বিমানবাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি উড্ডয়ন নিরাপত্তায় অবদানের স্বীকৃতি হিসেবে ফ্লাইট সেফটি ট্রফি প্রদান করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেমিনারে ২০২৪ সালের উড্ডয়ন কার্যক্রম ও উড্ডয়ন সংক্রান্ত সব ঘটনার বিশ্লেষণ উপস্থাপন করা হয়।

বিমানবাহিনী প্রধান বলেন, সদস্যদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের ফলে ২৩,০২৬ ঘণ্টা নিরাপদ উড্ডয়ন সম্ভব হয়েছে। তিনি এই সেমিনারকে অভিজ্ঞতা বিনিময়ের একটি মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেন এবং উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করতে অতীত অভিজ্ঞতা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিমানবাহিনী যেকোনো সময় মাতৃভূমি রক্ষায় প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৪ সালে বিমানবাহিনী জাতিসংঘ মিশনের রোটেশন ফ্লাইট, যুক্তরাজ্য ও চেক রিপাবলিকের ফেরি ফ্লাইট, প্যারা ট্রুপিং, মেডিক্যাল ইভাকুয়েশন ও দুর্যোগকালীন উদ্ধার অভিযানে সক্রিয় ভূমিকা রাখে।

সেমিনারে ‘আন্তঃঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ পায় কক্সবাজার ঘাঁটি এবং ৫ নম্বর বহর পায় ‘আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’।

এছাড়া ‘সেরা বিমান প্রকৌশল বহর’ হিসেবে ঘাঁটি জহুরুল হকের প্রকৌশল স্কোয়াড্রনকে ‘বেস্ট এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং স্কোয়াড্রন ট্রফি’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিমান সদরসহ বিভিন্ন ঘাঁটির মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।