ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, অঞ্চলে বাড়ছে উত্তেজনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৫:১৭ অপরাহ্ণ
ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, অঞ্চলে বাড়ছে উত্তেজনা

ভারত যেকোনো সময় পাকিস্তানের সীমান্তে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সোমবার (৫ মে) এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যে এমন আভাস মিলেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা হলে নয়াদিল্লিকে উপযুক্ত জবাব দেওয়া হবে।

খাজা আসিফ অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজনৈতিক লাভের জন্য গোটা উপমহাদেশকে পারমাণবিক যুদ্ধের মুখোমুখি ঠেলে দিচ্ছেন। তিনি দাবি করেন, খাইবার-পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডেও ভারতের সংশ্লিষ্টতা রয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কাশ্মীর সংক্রান্ত সাম্প্রতিক হামলার ঘটনা তদন্তে আন্তর্জাতিক কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এ তদন্তেই বোঝা যাবে ভারতের ভূমিকা রয়েছে কি না, অথবা দেশটির কোনো অভ্যন্তরীণ গোষ্ঠী এতে জড়িত।

ভারত-পাকিস্তান সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার পেছনে রয়েছে ২২ এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনা। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারতের পক্ষ থেকে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদও।

এমন এক সময়ে এই হুমকি এবং পাল্টা অবস্থান এসেছে, যখন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরও জানিয়েছেন, দেশের মর্যাদা ও জনগণের সুরক্ষায় পাকিস্তান যে কোনও আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

বিশ্লেষকদের মতে, এই অবস্থান স্পষ্টতই উপমহাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন এক নতুন মাত্রায় পৌঁছেছে।