আন্তর্জাতিক আইনের চোখে ভারতের হামলা ‘যুদ্ধের শামিল’ বলে দাবি পাকিস্তানের

ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে আন্তর্জাতিক আইনের অধীনে সরাসরি ‘যুদ্ধের শামিল’ হিসেবে আখ্যায়িত করেছে পাকিস্তান। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির সেনাবাহিনী প্রধান, আইএসআই ডিজি, প্রধান বিচারপতি জেনারেল সাহির শামশাদ মির্জা, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারসহ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা ও উপদেষ্টারা।
বৈঠকে জানানো হয়, ভারত ইচ্ছাকৃতভাবে নিরীহ নারী ও শিশুসহ সাধারণ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা মানবিক আচরণের মৌলিক নিয়ম ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। পাকিস্তান এই হামলাকে জঘন্য ও লজ্জাজনক অপরাধ হিসেবে বিবেচনা করেছে।
ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, ‘অপারেশন সিঁদুর’ নামের এই সামরিক পদক্ষেপ পাকিস্তানি সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্য করে চালানো হয়েছে এবং এতে কোনো বেসামরিক স্থাপনায় আঘাত করা হয়নি। তবে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, ভারতের হামলায় তাদের বেসামরিক স্থাপনাই প্রধান লক্ষ্য ছিল।
উল্লেখ্য, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মিরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এরপর থেকেই পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বাড়ছিল। এবার সেই উত্তেজনা সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার রূপ নিয়েছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।
আপনার মতামত লিখুন