পাক-ভারত উত্তেজনায় পাল্টাপাল্টি হুঁশিয়ারি: পরিস্থিতি জটিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:৫৭ অপরাহ্ণ
পাক-ভারত উত্তেজনায় পাল্টাপাল্টি হুঁশিয়ারি: পরিস্থিতি জটিল

ভারতের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ জানান, যদি ভারত উত্তেজনা না বাড়ায়, তাহলে পাকিস্তানও কোনো ধরনের “দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ” নেবে না। তিনি বলেন, এই সংকটময় সময়ে পাকিস্তান সরকার ও সামরিক বাহিনী আন্তর্জাতিক মহলের কাছে শান্তিপূর্ণ অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছে।

জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের রানা সানাউল্লাহ জানান, পাকিস্তান ইতোমধ্যে ভারতের হামলার উপযুক্ত জবাব দিয়েছে এবং ভবিষ্যতে যদি ভারত আরও পদক্ষেপ নেয়, তাহলে তারও শক্তিশালী জবাব দেওয়া হবে। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া আন্তর্জাতিক আইনের আওতায় আত্মরক্ষার অধিকার থেকে নেওয়া হয়েছে এবং দেশ রক্ষায় সামরিক বাহিনীর সব পদক্ষেপ জাতীয় নিরাপত্তা কমিটির পূর্ণ সমর্থন পেয়েছে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং সরকার ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছে—যদি ভারত আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে পাকিস্তান তার কঠোর জবাব দেবে এবং ইতোমধ্যেই সেই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারত থেকেও এসেছে পাল্টা হুঁশিয়ারি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “অপারেশন সিঁদুর” ছিল একটি পরিমিত, সংযত এবং উসকানিমুক্ত সামরিক পদক্ষেপ। এই পদক্ষেপ সম্পর্কে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছেন দোভাল। বিবৃতিতে আরও জানানো হয়, ভারত সংঘাত বাড়াতে চায় না, তবে যদি পাকিস্তান উত্তেজনা বৃদ্ধি করে, তাহলে তা প্রতিহত করতে ভারতের কাছে পর্যাপ্ত সামরিক সক্ষমতা বাড়াতে হবে।