ভারতের ‘অপারেশন সিন্দুরে’ ৭০ নিহত, পাকিস্তানের পাল্টা জবাব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ
ভারতের ‘অপারেশন সিন্দুরে’ ৭০ নিহত, পাকিস্তানের পাল্টা জবাব

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে ২৪টি সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ৭০ জনকে হত্যার দাবি করেছে ভারত। এনডিটিভির এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার (৭ মে) এ তথ্য জানানো হয়।

সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “এই হামলা ছিল শুধু সামরিক প্রতিশোধ নয়, বরং একটি স্পষ্ট বার্তা যে ভারত আর সীমান্ত সন্ত্রাসবাদ কিংবা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হামলা সহ্য করবে না।”

ভোরবেলা চালানো এই হামলায় পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ এবং মুজাফফরাবাদসহ মোট নয়টি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ ঘটনায় কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও দ্রুত প্রতিশোধমূলক হামলা শুরু করে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, পাকিস্তান বিমান বাহিনী ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান—তিনটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি হেরন ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে, নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণ ও কামানের গোলার আঘাতে ভারতের অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুটি শিশু রয়েছে।

ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তানকে ‘আনুপাতিক জবাব’ দেওয়া হয়েছে এবং এ হামলা ছিল ‘নির্বাচিত প্রতিক্রিয়া’।

এই হামলা-পাল্টা হামলার প্রেক্ষিতে উপমহাদেশে আবারও যুদ্ধের ছায়া ঘনিয়ে এসেছে।