‘অপারেশন সিন্দুরে’ শতাধিক সন্ত্রাসী নিহত: সর্বদলীয় বৈঠকে জানাল ভারত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৫:১৫ অপরাহ্ণ
‘অপারেশন সিন্দুরে’ শতাধিক সন্ত্রাসী নিহত: সর্বদলীয় বৈঠকে জানাল ভারত

পাকিস্তানের মাটিতে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুরে’ শতাধিক সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে দাবি করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সর্বদলীয় বৈঠকে তিনি সরকারের পক্ষ থেকে এ তথ্য তুলে ধরেন। রাজনাথ সিং বলেন, এই অভিযান এখনো চলমান রয়েছে এবং পাকিস্তান যদি আবারও ভারতীয় বাহিনী বা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায়, তাহলে ভারত তার কঠোর জবাব দেবে।

বৈঠকে অংশ নেওয়া প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে জানান, সরকার যে বক্তব্য দিয়েছে, তা তারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং কিছু তথ্য গোপন রাখার অনুরোধ জানানো হয়েছে। ভারতের সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং কেউ কাউকে দোষারোপ করেননি।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল এক সশস্ত্র হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং প্রতিক্রিয়াস্বরূপ ‘অপারেশন সিন্দুর’ নামে পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালায়। হামলায় পাকিস্তানের নয়টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

পাকিস্তান এ হামলার তীব্র নিন্দা জানিয়ে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। ফলে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চলমান উত্তেজনা যুদ্ধের দিকে এগোচ্ছে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।