পাকিস্তান দাবি করেছে: ভারতের ইসরায়েলি ড্রোন হামলা প্রতিহত, ধ্বংস ২৫টি ‘হারোপ’ ড্রোন

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারতের চালানো ইসরায়েলি-নির্মিত ২৫টি ‘হারোপ’ কামিকাজে ড্রোনের হামলা সফলভাবে প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দেশটির সশস্ত্র বাহিনীর বরাতে জিও টিভি এ খবর প্রকাশ করেছে।
আইএসপিআর জানায়, সফট-কিল (ইলেকট্রনিক পদ্ধতি) এবং হার্ড-কিল (অস্ত্র ব্যবহার) — উভয় কৌশল প্রয়োগ করে এসব ড্রোন ধ্বংস করা হয়েছে। পাকিস্তান দাবি করেছে, ৬-৭ মে তারিখে তাদের সামরিক পোস্ট ও ড্রোনে ভারতের হামলার জবাবে এই ড্রোন আক্রমণ চালানো হয়েছিল, যা ছিল ভারতীয় দিক থেকে ‘কাপুরুষোচিত’ প্রতিক্রিয়া।
বিবৃতিতে আরও বলা হয়, ‘হারোপ’ ড্রোনের ব্যবহার ভারতের হতাশা ও বিভ্রান্তির প্রতিচ্ছবি। পাকিস্তানের বিভিন্ন এলাকায় এসব ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
পাকিস্তান জানায়, নিয়ন্ত্রণ রেখা (LoC) বরাবর ভারতীয় সেনারা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছে এবং পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে আক্রমণ প্রতিহত করেছে।
আইএসপিআর হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের সশস্ত্র বাহিনী সব সময় প্রস্তুত এবং শত্রুর যেকোনো পরিকল্পনা শক্তভাবে মোকাবিলা করবে।
আপনার মতামত লিখুন