বৃষ্টিতে ভেসে গেল সিরিজের শেষ ম্যাচ, ৩-২ ব্যবধানে সিরিজ জয় বাংলাদেশের

ছয় ম্যাচের যুব সিরিজে এগিয়ে থেকেই শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় আজিজুল হক তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।
বৃহস্পতিবার (৮ মে) টস জিতে ব্যাট করতে নামে যুবা টাইগাররা। ব্যাটিং শুরুতেই ধাক্কা খায় দলটি—শূন্য রানে আউট হয়ে যান ওপেনার জাওয়াদ আবরার। এরপর ইনিংস গুছিয়ে নেন কালাম সিদ্দিকি অলিন ও অধিনায়ক তামিম। যদিও অলিন ৩১ রানের ইনিংস খেলে বিদায় নেন। তামিম তখনো দৃঢ়তায় ব্যাট করে যাচ্ছিলেন।
পরে রিজান হোসেনের সঙ্গে জুটি গড়ে তোলেন তামিম। ফিফটি তুলে নেওয়ার পর সেঞ্চুরির কাছাকাছি পৌঁছান এই ডানহাতি ব্যাটার। তবে দুর্ভাগ্যবশত ব্যক্তিগত ৯৪ রানে আউট হন তিনি। এরপর উইকেটরক্ষক মোহাম্মদ আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে রিজান হোসেন ইনিংস এগিয়ে নেন। রিজান করেন ৪৮ রান, আব্দুল্লাহ অপরাজিত থাকেন ৫ রানে।
৩৯ ওভার ১ বল পর্যন্ত খেলা হওয়ার পর শুরু হয় টানা বৃষ্টি। প্রায় তিন ঘণ্টার বৃষ্টির পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে সিরিজে আগেই ৩টি ম্যাচ জিতে ফেলার কারণে সিরিজটি নিজেদের করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
এই সিরিজ জয় আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতিতে দলটির জন্য বড় আত্মবিশ্বাস জোগাবে।
আপনার মতামত লিখুন