ভারত-পাকিস্তান উত্তেজনায় আশঙ্কাজনক মোড়, জবাব দেওয়ার হুঁশিয়ারি জয়শঙ্করের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৫:১২ অপরাহ্ণ
ভারত-পাকিস্তান উত্তেজনায় আশঙ্কাজনক মোড়, জবাব দেওয়ার হুঁশিয়ারি জয়শঙ্করের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর স্পষ্টভাবে জানিয়েছেন, ভারত পরিস্থিতিকে আরও উত্তপ্ত করতে চায় না। তবে দেশের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ এলে তার কঠোর জবাব দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। বৃহস্পতিবার (৮ মে) সকালে নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

জয়শঙ্কর জানান, ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ৭ মে সীমান্ত পেরিয়ে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও জানান, এই অভিযান এখনো চলছে এবং পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালানো হয়েছে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে। তিনি বলেন, ভারত আগ্রাসন শুরু করতে চায় না, কিন্তু প্রয়োজনে জবাব দিতেই হবে।

এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিক ও বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘ভয়াবহ’ সংঘাত হিসেবে উল্লেখ করে উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং সম্ভাব্য যুদ্ধ এড়াতে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে, দুই দেশের মধ্যে চলমান সংঘাতে প্রাণহানির সংখ্যা ক্রমশ বাড়ছে। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া গোলাগুলিতে এখন পর্যন্ত অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। ইসলামাবাদের দাবি, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ও সীমান্তের গোলাবর্ষণে পাকিস্তানে ৩১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। অন্যদিকে নয়াদিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি গোলাবর্ষণে ভারতের দিকে অন্তত ১২ জন মারা গেছেন।

এই অবস্থায় দক্ষিণ এশিয়ায় একটি সম্ভাব্য যুদ্ধের শঙ্কা ক্রমেই বাড়ছে।