ভারত সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী, জয়শঙ্করের বার্তা: সামরিক হামলা হলে কঠোর জবাব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৫:১৯ অপরাহ্ণ
ভারত সফরে ইরানি পররাষ্ট্রমন্ত্রী, জয়শঙ্করের বার্তা: সামরিক হামলা হলে কঠোর জবাব

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে এক বৈঠকে বলেন, পাকিস্তানের সঙ্গে উত্তেজনা আরও বাড়ানো ভারতের লক্ষ্য নয়। তবে যদি ভারতের বিরুদ্ধে সামরিক আগ্রাসন ঘটে, তাহলে তার জবাব হবে অত্যন্ত দৃঢ়। তিনি জানান, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত বাধ্য হয়ে সীমান্তবর্তী সন্ত্রাসী ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নিয়েছে, যেখানে লক্ষ্য বেছে বেছে আঘাত হানা হয়েছে।

আরাঘচির সঙ্গে অনুষ্ঠিত ভারত-ইরান ২০তম যৌথ কমিশনের বৈঠকে জয়শঙ্কর বলেন, এমন এক সময়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফর করছেন, যখন দেশটি একটি ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাব দিচ্ছে। তাই প্রতিবেশী ও ঘনিষ্ঠ অংশীদার হিসেবে তেহরানের এই পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন, চলতি বছর ভারত ও ইরানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা নানা দিক থেকে শক্তিশালী হয়েছে।

উল্লেখযোগ্য, ২০২৪ সালের আগস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি আব্বাস আরাঘচির প্রথম ভারত সফর।