রাওয়ালপিন্ডিতে ভারতীয় ড্রোন ভেঙে পড়ল, আহত ২, পিএসএল ম্যাচ অনিশ্চিত

কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানে লাগাতার প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ভারত। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছাকাছি একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ে, যার ফলে অন্তত দুজন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা গেছে, ড্রোনটি নজরদারি উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
এই ঘটনাটি ঘটেছে এমন সময়, যখন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলমান রয়েছে এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বৃহস্পতিবার পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ড্রোন ভেঙে পড়ার ফলে সেই ম্যাচসহ স্টেডিয়ামে পরবর্তী সব পিএসএল ম্যাচ অনিশ্চিত হয়ে পড়েছে। পেশোয়ার জালমির হয়ে খেলছেন বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা এবং লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রিশাদ হোসেন। এখন পর্যন্ত এই দুই টাইগার ক্রিকেটার সুস্থ আছেন বলে জানা গেছে।
ড্রোনটি স্টেডিয়ামের পাশের একটি রেস্তোরাঁয় পড়ে আংশিক ক্ষতি করেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং ড্রোনটির উৎস, এর মধ্যে বিস্ফোরক বা নজরদারি সরঞ্জাম ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ভারত থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে একাধিক ড্রোন হামলা চালানো হয়, যার অন্তত তিনটি লক্ষ্য ছিল রাওয়ালপিন্ডি। এই শহরেই অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর সদর দপ্তর, ফলে ঘটনাটি আরও গুরুত্ব পাচ্ছে। ড্রোন হামলার প্রেক্ষিতে পিএসএলের ভবিষ্যৎ নিয়ে জরুরি বৈঠক ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের বাকি ম্যাচগুলো করাচিতে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
আপনার মতামত লিখুন