লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, পাকিস্তানে টানা দ্বিতীয় দিনে ভারতীয় হামলা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৫:০৯ অপরাহ্ণ
লাহোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস, পাকিস্তানে টানা দ্বিতীয় দিনে ভারতীয় হামলা

বিমান হামলার পরদিন, বৃহস্পতিবার (৮ মে) ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আঘাত হানে। হিন্দুস্তান টাইমসের বরাতে ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, লাহোরে একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা সিস্টেম নিষ্ক্রিয় করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, বৃহস্পতিবার সকালে ভারতীয় বাহিনী একযোগে পাকিস্তানের একাধিক এলাকায় বিমান প্রতিরক্ষা রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়। এসব হামলার মধ্যে লাহোরে একটি সিস্টেম সফলভাবে নিষ্ক্রিয় করার তথ্য নিশ্চিতভাবে পাওয়া গেছে।

ভারত সরকার দাবি করেছে, কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার এবং রাজৌরি সেক্টরে পাকিস্তান বিনা উস্কানিতে মর্টার ও ভারী ক্যালিবারের আর্টিলারি ব্যবহার করে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে গুলিবর্ষণ চালিয়ে যাচ্ছে। ভারতের অভিযোগ, এসব আগ্রাসনেরই পাল্টা জবাবে তারা বিমান প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে।

এছাড়া ভারত আরও জানায়, গত রাতে পাকিস্তানও ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনায় হামলার চেষ্টা চালিয়েছে। এই টানা পাল্টাপাল্টি হামলার ঘটনায় দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থা ক্রমেই ঘনীভূত হচ্ছে।