তারেক রহমানের নির্দেশনায় তরুণদের সম্পৃক্ত করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে দেশের তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করতে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে দলটি। এ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৯ মে) চট্টগ্রাম আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসে এক কোটি চাকরি সৃষ্টি করা হবে, চিকিৎসা খাতে জিডিপির ৫% ব্যয় করা হবে, কৃষি খাতে বিনিয়োগ বাড়ানো হবে এবং আন্তর্জাতিক টেক কোম্পানিগুলোর অফিস বাংলাদেশে প্রতিষ্ঠার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি শুরু করেছে, যেখানে দলীয় মতভেদ না থাকলেও সবাই এসে নিজের মতামত প্রকাশ করতে পারছেন। রাজনৈতিক স্থিতিশীলতা কেবলমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির দপ্তর সম্পাদক শহিদ উদ্দিন এনি, হুম্মাম চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরসহ ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদি আমিন।
সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান, ওরাকলের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার মুনতাসির মুনীর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহরিন খান, তরুণ অ্যাক্টিভিস্ট সাঈদ আব্দুল্লাহ, চলচ্চিত্র পরিচালক মাবরুর রশীদ বান্নাহ এবং পাঠাওয়ের সিইও ফাহিম আহমেদ।
আপনার মতামত লিখুন