আওয়ামী লীগের নিষেধাজ্ঞায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত নন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো প্রতিকূল প্রতিক্রিয়া হবে না—এমনটাই মনে করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি এ মন্তব্য করেন।
‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া কী হবে?’ শিরোনামের ওই পোস্টে শফিকুল আলম লিখেন, “আমি বিশ্বাস করি না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বিশ্ব বিলাপ করবে।” তিনি উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই এই নিষেধাজ্ঞা প্রয়োজনীয় ছিল।
তার পোস্টে আরও বলা হয়, ইতিহাসে এমন নজির রয়েছে যে, মানবতাবিরোধী অপরাধ বা জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলোতেও রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। উদাহরণ হিসেবে তিনি জার্মানি ও ইতালিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে নাৎসি ও ফ্যাসিস্ট দল নিষিদ্ধের কথা বলেন। পাশাপাশি স্পেন ও বেলজিয়ামে অবসানমূলক কার্যকলাপের জন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদাহরণও টানেন তিনি।
শফিকুল আলম দাবি করেন, জাতিসংঘের প্রতিবেদনে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের সহযোগী সংগঠনগুলো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল। দলটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি ব্যাংক লুট, দুর্নীতি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগও তোলেন তিনি।
সবশেষে তিনি বলেন, “গণতান্ত্রিক বিশ্বে এমন কেউ নেই যে এমন নির্লজ্জ খুনি, গণতন্ত্রবিরোধী এবং দুর্নীতিগ্রস্ত দলের পক্ষে কথা বলবে।” তাই আওয়ামী লীগের ওপর কার্যক্রম নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া আসবে না বলেই সরকারের বিশ্বাস।
আপনার মতামত লিখুন