আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ, যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:০৪ অপরাহ্ণ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ, যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অব্যাহত বিক্ষোভ-অবরোধের মধ্যে শনিবার (১০ মে) রাত সাড়ে ৮টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শুরু হয়েছে।

প্রধান উপদেষ্টার দপ্তর সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে উত্থাপিত নিষিদ্ধের দাবিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা চলছে। বৈঠক শেষে যমুনার বাইরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত জানানো হবে বলে জানা গেছে।

এর আগে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, “সাম্প্রতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণের বিষয়েই আজকের বৈঠক।”

গতকাল শুক্রবার মিন্টো রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশপথে আন্দোলনরত নেতাকর্মীদের উদ্দেশে দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে সরকার এবং এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

একইসঙ্গে মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনার উদ্যোগের কথাও জানানো হয়।

আন্দোলনের সূত্রপাত বৃহস্পতিবার রাতেই, সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের থাইল্যান্ড গমন নিয়ে আলোচনা শুরু হলে যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বাধীন বিক্ষোভকারীরা। শুক্রবার জুমার পর মিন্টো রোডে প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে সমাবেশ করেন তারা।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে মাঠে নামে জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ছাত্র সংগঠন।

এনসিপির আহ্বানে শুক্রবার বিকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হয়, যা শনিবারও অব্যাহত থাকে। ফলে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পাশাপাশি শনির আখড়া ও শ্যামলীর শিশু মেলা এলাকাতেও একই দাবিতে বিক্ষোভ-অবরোধ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে কী সিদ্ধান্ত আসে, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।