গেজেট প্রকাশের পরই আওয়ামী লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত গেজেট প্রকাশের পর দলটির নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রোববার (১১ মে) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।
সিইসি বলেন, “সরকার গেজেট প্রকাশ করলে আমরা নির্বাচন কমিশনে আলোচনায় বসবো। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, আমাদের সিদ্ধান্ত বর্তমান বাংলাদেশের বাস্তবতা ও সংবিধানের স্পিরিট অনুযায়ী হতে হবে।”
তিনি আরও বলেন, “যদি আগামীকালই গেজেট প্রকাশ হয়, তাহলে আমরা কালই সিদ্ধান্ত নিতে পারি।”
এর আগে, সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা আবদুল হামিদের থাইল্যান্ড সফরের খবরে ৭ মে রাতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জুলাই অভ্যুত্থানে সম্পৃক্ত বেশ কিছু সংগঠন ও দল। তবে বিএনপি ও বামপন্থী দলগুলো এ কর্মসূচি থেকে নিজেদের আলাদা রাখে।
গত দুদিন ধরে এনসিপি ও তাদের সমর্থকরা রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দাবি জানায়।
এরই প্রেক্ষিতে ১০ মে রাতে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়—জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ মে গেজেট প্রকাশ করা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এখন সব চোখ আগামীকাল প্রকাশিতব্য গেজেট ও এরপর নির্বাচন কমিশনের সিদ্ধান্তের দিকে।
আপনার মতামত লিখুন