ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজলের মন্তব্য: রাজনৈতিক সরকারের বিকল্প নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজলের মন্তব্য: রাজনৈতিক সরকারের বিকল্প নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল মন্তব্য করেছেন, দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি গণমানুষের এজেন্ডা নিয়ে কাজ করতে হলে রাজনৈতিক সরকারের বিকল্প নেই।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, “দেশের স্থিতি ও শান্তি বজায় রাখতে নির্বাচনকে দোষের বিষয় হিসেবে দাঁড় করিয়ে দেয়া গণতান্ত্রিক পথ সুগমের অন্তরায়। দেশের কল্যাণে নির্বাচনকে সঙ্গী করে পথচলা রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়।”

বিবৃতিতে কাজল আরও বলেন, “যে দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার থাকে, সে দেশের মানুষের প্রতি সেসব দলের দায়বদ্ধতা থাকে। কিন্তু নির্বাচনহীন সরকার জনগণের যে ইশতেহার সেদিকে গুরুত্ব না দিয়ে সময়ক্ষেপণ করতে পারে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, “আমরা আশা করি সরকার নির্বাচনী সংস্কার দ্রুত সম্পন্ন করবে এবং নির্বাচনকে কেন্দ্র করে বিভেদ সৃষ্টির পথ বন্ধ করে আগামী বাংলাদেশের নির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে।”