নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: নাহিদ ইসলাম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৪:০৫ অপরাহ্ণ
নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, “পুরোনো কাঠামো দিয়ে জনগণের আস্থা অর্জন সম্ভব নয়, এজন্য প্রয়োজন নতুন একটি রাজনৈতিক চুক্তি, যার ভিত্তিতে হবে নতুন সংবিধান।”

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, “যে সংবিধান মানুষের অধিকার নিশ্চিত করতে পারেনি, সেই সংবিধানের ভিত্তিতে নতুন বাংলাদেশ সম্ভব নয়। আমাদের প্রয়োজন একটি নতুন সংবিধান, যা জনগণের ইচ্ছা ও ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে।”

তিনি বলেন, “মৌলিক সংস্কার ছাড়া সত্যিকারের পরিবর্তন সম্ভব নয়। অগুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্য করে লাভ নেই, যদি জনগণের অধিকার, ন্যায়বিচার আর অংশগ্রহণের প্রশ্নে ঐক্য না হয়।”

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, “বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, এবার দরকার একটি স্বচ্ছ রোডম্যাপ। তবেই জনগণের মধ্যে আস্থা তৈরি হবে।”

সংবিধান ও রাষ্ট্র সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই ঐক্য তৈরি হলে নির্বাচনের প্রশ্নে আর কারও আপত্তি থাকার কথা নয়।”

আলোচনায় আরও অংশ নেন বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিরা, তাদের মধ্যে ছিলেন অধ্যাপক আসিফ নজরুল, মাহমুদুর রহমান মান্না, ড. ইফতেখারুজ্জামান, মো. সেলিম উদ্দিন, জোনায়েদ সাকি, ববি হাজ্জাজ, মজিবুর রহমান মঞ্জু, নূরুল কবির, আইরিন খান, মাহদী আমিন, উমামা ফাতেমা প্রমুখ।