বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ৩:০৩ অপরাহ্ণ
বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ ও বৌদ্ধ ধর্মগুরুরা।

শনিবার (১০ মে) তারা রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সাক্ষাৎকালে ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

প্রধান উপদেষ্টা বৌদ্ধ সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়ে বলেন, “বৌদ্ধ ধর্মের অহিংসা ও সহিষ্ণুতার শিক্ষা আজকের সময়েও প্রাসঙ্গিক। জাতি, ধর্ম নির্বিশেষে সকলে মিলেই গড়ে উঠুক শান্তিপূর্ণ বাংলাদেশ।”