ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেল বন্ধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ
ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেল বন্ধ

বর্তমানে ভারতে বাংলাদেশের ছয়টি টেলিভিশন চ্যানেলের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে। এর মধ্যে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন, মোহনা টিভি, সময় টিভি এবং ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেল অন্তর্ভুক্ত রয়েছে। এসব চ্যানেল ইউটিউব ভেরিফায়েড এবং তাদের মোট সাবস্ক্রাইবার ৫ কোটি ৪২ লাখের বেশি।

ভারতে এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেলে প্রবেশ করলে “এটি বর্তমানে এই দেশে প্রদর্শনের জন্য অনুমোদিত নয়” এমন বার্তা দেখা যাচ্ছে। ইউটিউব জানিয়েছে, এই চ্যানেলগুলোর অনলাইন ঠিকানা ভারতের তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর ৬৯ (ক) ধারার অধীনে সরকারী নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে এর ব্যাখ্যা চাইবে, এবং যদি কোনো স্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়া হবে। বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাধ্যমে ইউটিউবের কাছে চিঠি পাঠানো হবে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “ভারতের কিছু গণমাধ্যম নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে, সেক্ষেত্রে বাংলাদেশও পাল্টা ব্যবস্থা নিতে পারে।”